পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের মরদেহের দ্বিতীয়বার দাফন

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের ফলে নিহত রায়হান উদ্দিনের দ্বিতীয় ময়নাতদন্ত শেষে আবারও তার লাশ দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে তাকে দাফন করা হয়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল আখালিয়াস্থ এলাকার নবাবী মসজিদের পঞ্চায়েতি গোরস্থান থেকে রায়হানের লাশ উত্তোলনের কাজ শুরু করেন।
প্রায় দেড় ঘণ্টা পর সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব আহমেদ ও মেজবাহ উদ্দিনের উপস্থিতিতে লাশ উত্তোলনের পর পুনরায় ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পুলিশের পাহারায় নিয়ে যাওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পিবিআই তদন্ত কর্মকর্তা মাহিদুল হাসান।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট জেলা পুলিশ সুপার খালেকুজ্জামান বলেন, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রায়হান নামের এক যুবকের লাশ তুলা হয়েছে। লাশ তুলার পর সুরতহাল করা হয়। এরপর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়। সেখানে মেডিকেল বোর্ড গঠনের পর রায়হানের মরদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়।
Related News

পাল্টা সংবাদ সম্মেলনে জকিগঞ্জের পাবেল আহমদ, নিজেদের অপরাধ আড়াল করতে মিথ্যাচার করছেন আয়নুল হক
জকিগঞ্জের পীরনগর গ্রামের পাবেল আহমদ অভিযোগ করেছেন তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ও নিজেদের অপরাধRead More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ মিলেছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা জানিয়েছে, তারা বিভিন্ন স্থানে, বিশেষ করে উত্তরায় র্যাব-১ সদরRead More