দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮১ হাজার ছাড়িয়েছে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৭৭ জনে।
এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৩৭ জন । যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮১ হাজার ২৭৫ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ১০৯টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ২১টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮১৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২০ লাখ ৯৮ হাজার ৩৭টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.১৩ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮.১৭ শতাংশ।
নতুন যে ২২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ এবং নারী ০৫ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ২৯২ জন বা ৭৬.৯৬ শতাংশ এবং নারী ১ হাজার ২৮৫ জন বা ২৩.০৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।
এদিকে, আরো ১ হাজার ৪৮২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৮৭৩ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৭.৬০ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
সূত্র : ইউএনবি
Related News

আইন নিজের হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগের থেকে আইন-শৃঙ্খলার অনেক উন্নতিRead More

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নেওয়ার নিশ্চয়তা দিলো মিয়ানমার
বাংলাদেশে আশ্রয় নেয়া ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকেRead More