শায়খুল হাদিস আল্লামা খলিলুর রহমান বর্ণভীর জানাযা সম্পন্ন

লাখো মানুষের উপস্থিতিতে বরেণ্য বুজুর্গ, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম বরুণা মৌলভীবাজার এর মুহতামিম, উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা শায়খ খলিলুর রহমান বর্ণভীর জানাযা সম্পন্ন হয়েছে।
জানাযার নামাজে ইমামতি করেন তাঁর দ্বিতীয় ছেলে ও বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় শ্রীমঙ্গল উপজেলার বরুনা মাদরাসা প্রাঙ্গণে শায়খ খলিলুর রহমান বর্ণভীর জানাযার নামাজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেম, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় অংশ নেন সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি, মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম।
জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শেখবাড়ি জামিয়ার মুহতামিম, শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, বরুণার প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম হামিদী, মাওলানা হাফেজ ওলিউর রহমান বর্ণভী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাকের) কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারি ধর্মপুরী, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাপরিচালক অধ্যাপক মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, শায়েস্তাগঞ্জ নূরে মদীনা মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, সিলেটের জামেয়া নূরিয়া ভার্থখলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দীন আহমদ, গহরপুর জামিয়ার প্রিন্সিপাল মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, বানিয়াচং ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, মৌলভীবাজার দারুল উলুম মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুফতি শামছুজ্জোহা, খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব মাওলানা মুহাম্মদ মুনতাসির আলী, বড়লেখা সরকারি কলেজের অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, ইসলামী ফাউন্ডেশন হবিগঞ্জ জেলার পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, মোহাম্মদপুর আনোয়ারা বেগম মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ মুজিবুর রহমান মুজাহিদ, মৌলভীবাজার জামেয়া আরাবিয়ার প্রিন্সিপাল শায়খুল হাদিস মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমী, মৌলভীবাজার জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা জামিল আহমদ আনসারী, মৌলভীবাজার নুরুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমদ বেলাল, মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ প্রমুখ।
উল্লেখ্য, আল্লামা শায়খ খলিলুর রহমান বর্ণভী বার্ধক্যজনিত কারণে অনেক দিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার দিবাগত (৯ অক্টোবর) রাত পৌণে দুইটার দিকে মৌলভীবাজার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮০ বছর। তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য ছাত্র, আত্মীয়-স্বজন, ভক্তবৃন্দ রেখে গেছেন।
Related News

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের শশুরের মৃত্যুতে সদর উপজেলা যুবদলের শোক
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের শশুর দক্ষিণ সুরমা উপজেলার বড়ইকান্দি নিবাসী জনাব আব্দুসRead More

যুবদল নেতা সামাদ আহমেদ সাজুর পিতার মৃত্যুতে সিলেট সদর উপজেলা যুবদলের শোক
সিলেট জেলা যুবদলের ১ম সহ কৃষি বিষয়ক সম্পাদক, সদর যুবদলের আহবায়ক কমিটির সদস্য, সাবেক জেলাRead More