পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন সিলেটের সাহেবের বাজার এলাকার কৃতি সন্তান আব্দুল কাইয়ূম
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (যুগ্ম সচিব) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন সিলেটের কৃতি সন্তান আব্দুল কাইয়ূম। বাড়ি সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের এয়ারপোর্ট থানার সাহেবের বাজার এলাকার রামপুর গ্রামে। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতির আদেশ জারি করা হয়। বর্তমানে সচিব আব্দুল কাইয়ূম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধিনস্থ বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন। এর আগে ২০১৭ সালে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধিনে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো এর পরিচালক ছিলেন। আব্দুল কাইয়ূম সিলেট জেলার সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার রামপুর গ্রামে মরহুম সিকান্দর আলী ও মরহুমা ছৈইফা খাতুন এর পুত্র। প্রাথমিক শিক্ষা জীবনে তিনি নিজ এলাকার ফরিংউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ১৯৮২ সালে শাহপরান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮৪ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহন শেষ করে আব্দুল কাইয়ূম ১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে ১৩ তম ব্যাচে যোগদান করেন। চাকুরী জীবনে শুরুতে আব্দুল কাইয়ূম ১৯৯৪ সালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার, রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায়, সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালনের পর পদোন্নতি পেয়ে ২০০৫ সালে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তিনি সুনামগঞ্জ জেলার আরডিসি হিসাবে শতভাগ সুনামের সাথে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম চিপ মেট্রোপলিটে ম্যাজিস্ট্রেট, পানিস্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসাবে নিয়োজিত ছিলেন। তারপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব একই মন্ত্রণালয়ের উপ- সচিব হিসাবে কর্মরত ছিলেন। ঢাকা বিভাগের রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবেও দায়িত্ব পালন করেন। সৎ, দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসাবে তিনি চাকুরী জীবনের পরবর্তীতে ২০১২ সালে পদোন্নতি পেয়ে উপ- সচিব ও ২০১৭ সালে যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২০ সালে ২৬ সেপ্টেম্বরে সরকারি প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন। চাকুরী জীবনে সচিব আব্দুল কাইয়ূম অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত, ভিয়েতনাম, সিংগাপুর ও থাইল্যান্ডে সরকারী প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
আব্দুল কাইয়ূম এর পদোন্নতির খবর তাহার নিজ এলাকায় পৌছালে পুরো এলাকায় আনন্দের ঝড় বইছে। তিনি সততা আর নিষ্ঠার প্রশ্নে আপোষহীন। সদাচরণ, ভদ্রতা আর আমানতদারিতা তাকে নিয়ে গেছে উচ্চতায়। সরকারের একজন গুরুত্বপূর্ণ আমলা হয়েও ক্ষমতার অপব্যবহার করেননি কোনদিন, যার প্রমাণ তার এলাকার মানুষ এবং জরাজীর্ণ বসতবাড়ী। এরকম সৎ ব্যক্তিরা সব যায়গায় থাকলে দেশ বহু আগেই সিঙ্গাপুর হয়ে যেত। যে দেশে একজন সরকারি ড্রাইভারের কোটি কোটি টাকার সম্পত্তি সেখানে সচিব আব্দুল কাইয়ূমের নেই কোন পাকা বাড়ী যার প্রমান নিজ চোখ দেখে আসতে পরেন। জীবনে নেই কোন লোভ লালসা। তিনি এলাকায় আসলে সাদামাটা ভাবে চলাফেরা করেন। চাকুরী জীবন থেকে শতভাগ সৎ থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পালন করেন আসছেন তিনি।
Related News
কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তারের একক কবিতা পাঠের অনুষ্ঠান সম্পন্ন
কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তার এর একক কবিতা পাঠের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ সেেেপ্টম্বর)Read More
সিলেটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নুরসহ সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণRead More