যে দুই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ভিপি নুরকে

ডাকসুর সাবেক ভিপি নুরসহ কোটা আন্দোলনের ছয় নেতার বিরুদ্ধে রোববার ধর্ষণের অভিযোগে এক মামলা হয়৷ এই মামলার প্রতিবাদে মিছিলে পুলিশের সঙ্গে গণ্ডগোল হয় বিক্ষোভকারীদের৷ সেখান থেকেই গ্রেফতার করা হয় তাকে৷
পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে জানিয়েছেন তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে৷ বাকিদের বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি৷
এর আগে ডিএমপির উপকমিশনার ওয়ালিদ হোসেন জানান, পুলিশের কাজে বাধা দেয়া এবং পুলিশকে মারধর করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে৷
টিএসসি থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় মৎস্য ভবন এলাকায় পুলিশের সঙ্গে সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদের কর্মীদের গোলযোগ বাঁধে৷
এর আগে রোববার কোটা সংস্কার আন্দোলনের ছয় নেতার নামে ধর্ষণের মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী৷ মামলার আসামিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরও রয়েছেন৷
লালবাগ থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, রোববার রাতে মামলাটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের স্নাতকোত্তর শ্রেণির এক ছাত্রী৷
মামলার প্রধান আসামি ইসলামিক স্টাডিজ থেকেই স্নাতকোত্তর পাস করা হাসান আল মামুন৷ মামুন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন৷ বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করেছেন ওই ছাত্রী৷
মামলায় সহযোগী আসামি হিসেবে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নূরের সঙ্গে আরো দুই যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নাজমুল হুদা ও কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ হিল বাকির নামও রয়েছে৷ সূত্র : ডয়চে ভেলে
Related News

ব্যাংককের উদ্দেশে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ
শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে থেকে বুধবার মধ্য রাতে দেশ ছেড়েছেন আওয়ামী লীগেরRead More

সিলেট বিমানবন্দর থেকে পণ্যবাহী ফ্লাইট শুরু
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো সম্পূর্ণ পণ্যবাহী বিমান চলাচল শুরু হয়েছে। রোববার সন্ধ্যায়Read More