নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ১২

নারায়ণগঞ্জে ফতুল্লার তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় রাসেল আহমেদ (৩৪) নামে আরো একজন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ১২ জন। আজ শনিবার সকাল ১১টার দিকে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: পার্থ সংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্পের পুলিশ ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া মৃতদের নাম জানিয়েছেন। মৃত ১২ জন হলেন- রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের হোসেন (১৮), সাব্বির (২১), কুদ্দুস ব্যাপরী (৭২), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), ওই মসজিদের মোয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), জুনায়েদ (১৭), জামাল (৪০), জুবায়ের হাসেন (৭) ও রাসেল আহমেদ (৩৪)।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত পৌণে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে।
মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় বিভিন্ন ধরনে গাড়ি দিয়ে দগ্ধ ৩৮ জনকে আনা হয় ঢাকার জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
Related News

আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা
আগামী আগস্ট মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।Read More

চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর গাছ লাগাতে হবে : পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে চলমানRead More