গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪৬

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু। ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৬ জন।
বিজ্ঞাপন
এ নিয়ে দেশে ২ লাখ ৯২ হাজার ৬২৫ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্য দিয়ে করোনা সংক্রমিত দেশগুলোর শীর্ষ তালিকায় পাকিস্তানকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। আজ শনিবার পর্যন্ত পাকিস্তানে করোনা শনাক্তের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ১৭৪ জন।
বিজ্ঞাপন
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৯০৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ১০ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।
গতকাল শুক্রবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৪০১ জনের শরীরে করোনায় সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। একই সময় মারা যান ৩৯ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে ৯১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩৫৬টি নমুনা। আগের দিন ১২ হাজার ৯৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২০ হাজার ৪৯৯টি নমুনা।
৮ মার্চ দেশে করোনায় সংক্রমিত প্রথম ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
Related News

জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও বেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন।Read More

অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যেRead More