সিলেটে করোনা শনাক্তের সংখ্যা ১০ হাজারে ছুঁই ছুঁই করছে
করোনা ভাইরাস (কোভিড১৯) সিলেটে শনাক্তের সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই করছে। বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৯৬৫ জনের।
গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ১২১ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ৬১ জন, সুনামগঞ্জ জেলায় ২৫ জন এবং হবিগঞ্জ জেলায় ১১ ও মৌলভীবাজার জেলায় ২৪ জন রয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন সিলেট এবং একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার (২২ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৯৬৫ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫ হাজার ২৯৪ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৮৯৮ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৪৩৬ জন ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৩৩৭ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৭৭ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১২৬ জন, সুনামগঞ্জ জেলায় ২০ জন, হবিগঞ্জ জেলায় ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ১৯ জন রয়েছেন।
সিলেট বিভাগে ৫ হাজার ৮৯৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ২ হাজার ৭১৯ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৪৪৮ জন, হবিগঞ্জ জেলায় ৯৩০ জন ও মৌলভীবাজার জেলার ৮০২ জন।
করোনা আক্রান্ত ১৪৮ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৭০ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জ জেলায় বিভিন্ন হাসপাতালে ৯ জন, হবিগঞ্জ জেলায় হাসপাতালে ৪৬ জন ও মৌলভীবাজার জেলায় ২৩ জন।
Related News
কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তারের একক কবিতা পাঠের অনুষ্ঠান সম্পন্ন
কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তার এর একক কবিতা পাঠের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ সেেেপ্টম্বর)Read More
সিলেটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নুরসহ সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণRead More