সিটি করর্পোরেশনের বর্ধিতকরনে টুকেরবাজার বাসির মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেট সিটি করর্পোরেশনের বর্ধিতকরন ৬নং টুকের বাজার ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ডের খুরুমখলা গ্রামকে নিয়ে সম্প্রতি ওয়ার্ড গঠনের দাবিতে গত শুক্রবার ( ২১ আগস্ট) রাতে স্থানীয় পীরপুর এলাকায় টুকেরবাজার সচেতন নাগরিক কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন টুকেরবাজার এলাকার বিশিষ্ট মুরুব্বী হাজী জালাল উদ্দিন। মতবিনিময় সভায় উম্মুক্ত আলোচনায় মতামত ব্যক্ত করা হয়। বক্তব্যে সিলেট সিটি করর্পোরেশনের পক্ষে এলাকার সর্বস্তরের মানুষ একমত পোষন করেন।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অধ্যাপক শফিকুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ.কে. তারেক কালাম, এডভোকেট ফারুক আহমদ, মাষ্টার শুকুর আহমদ, মাষ্টার আাব্দুল করিম, মুরব্বী আশফা মিয়া, শাহাবুদ্দিন, সিরাজুল হক, মালাই মিয়া, টুকেরবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য এনামুল হুসেন, ১নং ওয়ার্ড সদস্য গিয়াস উদ্দিন, ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেক, কাজী জুনাইদ আহমদ, টুকেরবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক নেওয়াজ উদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন রাজা, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মাওলানা উসমান গনি, মাষ্টার আাব্দুল হান্নান, মাষ্টার নুর আহমদ, মাষ্টার গুলজার আহমদ, মাষ্টার আমিন আহমদ, হেকিম মিয়া, সৈয়দ জয়নুল আহমদ, লন্ডন প্রবাসী দেওয়ান আব্দুর রকিব সুমন, জেলা যুবলীগ নেতা রেজাউল রহমান মুস্তাক, যুব নেতা আব্দুস সালাম, এনাম হোসেন শিপন, আদিল আহমদ, জয়নাল মিয়া, ফজল আহমদ রানা, সাফি চৌধুরী , আবু তালেব, শাহ আলম, কয়েছ আহমদ, রাজন আহমদ, রুম্মান আহমদ, আবু তুরাব, মিলসাদ আহমদ প্রমুখ।
Related News
কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তারের একক কবিতা পাঠের অনুষ্ঠান সম্পন্ন
কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তার এর একক কবিতা পাঠের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ সেেেপ্টম্বর)Read More
সিলেটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নুরসহ সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণRead More