এয়ারপোর্ট এলাকা থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল সুনামগঞ্জে উদ্ধার

সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল সুনামগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িত থাকায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে গত ২ জুলাই একটি মোটরসাইকেল ছিনতাই হয়। যার মামলা নং ৪। গোপন সংবাদের ভিত্তিতে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এসআই জগৎ জ্যোতি একদল পুলিশ নিয়ে বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ সদরের নতুন কোর্ট এলাকায় অভিযান চালান। আব্দুর রশিদ মার্কেটের ওয়াজ বক্স অটোপার্স সার্ভিস সেন্টার (সাজেন এর গ্যারেজ) এর সামনে থেকে সুনামগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় ঘটনায় জড়িত ২ আসামিকেও গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার কৃতরা তারা হলো সুনামগঞ্জ সদর থানার মাইজবাড়ী গ্রামের রেনু মিয়ার ছেলে আরফিুল ইসলাম রাসুম (১৯) ও সুনামগঞ্জ সদরের কালীবাড়ী দিশারী ২৭ নম্বার বাসার মকবুল হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক।
পুলিশ এসময় আবু বক্কর সিদ্দিকের কাছে থাকা ছিনতাই হওয়া মোটরসাইকেল (সিলেট-হ-১১-৬৪১৯) উদ্ধার করে।
Related News

ওসির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, দক্ষিণ সুরমায় জুলাই যোদ্ধার পরিবারকে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার
দক্ষিণ সুরমার মোল্লারগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলুর বিরুদ্ধে জুলাই যোদ্ধা পরিবারকেRead More

দক্ষিণ সুরমার তিতাস হোটেলে অনৈতিক কাজে ধরা পড়লেন ১০ নারী-পুরুষ
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীস্থ তিতাস আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে থানাপুলিশ। দক্ষিণ সুরমা থানার এএসআই আবদুরRead More