করোনায় সিসিকের কর আদায়কর্মী মিজানের মুত্যৃ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর আদায় শাখার আদায়কারী সৈয়দ মিজান আহমদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১টায় সিলেটে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
সৈয়দ মিজান আহমদ দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতে গেলেও করোনা মহামারির কারণে চিকিৎসা নিতে পারেননি। দেশে ফিরে সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
পরে তার শরিরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়লে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে তার শারিরিক অবস্থার অবনতি হয় এবং তিনি মারা যান।
এদিকে, তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
Related News

কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী: জামায়াতে ইসলামীর একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা,মাওলানা হাবিবুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীRead More

ঈদুল আযহা উপলক্ষে সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেট সদর উপজেলাসহ দেশ-বিদেশের সকলের প্রতি সদর উপজেলা জামায়াতের আমীর নাজিরRead More