কুমারগাঁও বাস টার্মিনালে সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন ৬৩ উপকমিটির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিলেট জেলা- বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস, শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি ১৪১৮) রক্ষার স্বার্থে ও বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ৬৩ উপকমিটির এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৭ আগস্ট) দুপুর ১টায় কুমারগাঁও উত্তর সুরমা বাস টার্মিনাল মিলনায়তনে কুমারগাঁও মিনি বাস উপকমিটির সভাপতি শাহ ফখরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও গোলাপঞ্জ রোড কমিটির সেক্রেটারি মোঃ এমরান আহমদের সঞ্চালনায় রুনু, ময়নুল, মুহিমদের শ্রমিক ইউনিয়ন ভাঙ্গার অপচেষ্টার অভিযোগ এনে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফলিক মিয়া তিলে তিলে এই সংগঠন গড়ে তুলেছেন। শ্রমিকদের গুটিকয়েক সদস্য উদ্দেশ্যে প্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা সংগঠনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। এরপরও যদি তারা অপপ্রচার চালায়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর প্রতিবাদ গড়ে তুলবো।
সভায় বক্তব্য রাখেন, ঢাকা দক্ষিণ মিনি বাস উপকমিটির সভাপতি নজরুল ইসলাম, সিলেট জকিগঞ্জ মিনি বাস উপকমিটির সভাপতি আব্দুল মতিন চৌধুরী, সিলেট জকিগঞ্জ বাস উপকমিটির সম্পাদক রিয়াজুল ইসলাম রাজন, নাইওর পুল মাইক্রো উপকমিটির সহ সম্পাদক সুমন আহমদ সাগর, ঢাকা দক্ষিণ মাইক্রো উপকমিটির সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল করিম, ফেঞ্চুগঞ্জ মাইক্রো উপকমিটির সম্পাদক সুরমান আহমদ, কুমারগাঁও মিনি বাস উপকমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হেলাল আহমদ, বিয়ানীবাজার মাইক্রো উপকমিটির সাবেক সভাপতি মিসবাহ আহমদ, চৌহাট্রা (১) মাইক্রো উপকমিটির সভাপতি সাব উদ্দিন, শ্রমিক ইউনিয়ন ২০৯৭ কার্যকরী সভাপতি মতছির আলী, ইমা লেগুনা শ্রমিক ইউনিয়ন ১৩২৬ এর সভাপতি রুনু মিয়া মঈনসহ সভায় বিভিন্ন উপ-শাখার নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে খাদিমনগর ইউনিয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত প্রার্থী খন্দকার আব্দুলRead More

