সদর উপজেলায় ২১ জন রোগীর মধ্যে ১০ লক্ষ্য ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

সমাজকলাণ মন্ত্রনালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্যান্সার, কিডনি,প্যারালাইজড, হ্রদরোগে আক্রান্ত রোগিদের মধ্যে ৫০ হাজার টাকা করে ২১ জনের মধ্যে মোট ১০ লক্ষ্য ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরন করা হয়।
গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১টায় সামাজিক দুরত্ব বজায় রেখে সিলেট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডিএক্সার দিদারুল ইকবাল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী ও শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন, কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, মোগলগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ হিরণ মিয়া, টুলটিকর ইউপি চেয়ারম্যান এস এম আলীহোসেন, খাদিমনগর ইউপি চেয়ারম্যান দিলোয়ার হোসেন, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, টুকেরবাজার ইউপি চেয়ারম্যান শহীদ আহমদ, জালালাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক মিয়া, হাটখোলা ইউপির ভারপ্রপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন এবং উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
চেক বিতরণ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যানের সিএ তাপস চন্দ্র পাল, সমাজসেবা কর্মকর্তা ইকরামুল কবির, বেবি রাণী ঘোষ, লিলা বেগম, সরমীষ্টা চৌধুরী, আব্দুর রহমান, বোরহান আহমদ প্রমুখ।
Related News

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আকবর আলীকে সাউথ এশিয়ান এক্সিলেন্স এর অ্যাওয়ার্ড প্রদান
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃRead More

বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল বলেছেন, তোমরা যারা লেখা -পড়া করছেRead More