সিলেটে বিমানের টিকেট সঙ্কট : অফিসের সামনে বিক্ষোভ ও অবরোধ

সিলেট বিমান অফিসে গিয়ে বাংলাদেশে বিমানের টিকেট সঙ্কটের কারণে আটকা পড়া দুবাই প্রবাসীরা অফিসের সামনেই বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে তাদের অবরোধ তুলে দিলেও শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় হাজার দুবাই প্রবাসী অফিসের সামনে বিক্ষোভ করছেন।
জানা গেছে, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সিলেটে আটকা পড়া দুবাই প্রবাসীরা ফ্লাইট খোলার পর থেকে টিকেট বুকিং দিতে সিলেট মজুমদারিস্থ বিমান অফিসে ভিড় জমাতে থাকেন। আজও সিলেটের বিভিন্ন অঞ্চলের প্রায় হাজার প্রবাসী টিকেট কনফার্ম করতে বিমান অফিসে যান। কিন্তু আগামী ৩০ তারিখ পর্যন্ত দুবাইগামী বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটেরই কোনো আসন খালি নেই। এ খবর পেয়ে তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং সকাল সাড়ে ১১টার দিকে এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন।
ঘণ্টাখানেক পর এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ এসে অবরোধ তুলে দিলেও তারা বিমান অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।
এ বিষয়ে সিলেট বিমান অফিসের জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাংলাদেশে বিমানের টিকেট সঙ্কটের কারণে সিলেটে আটকা পড়া দুবাই প্রবাসীরা অফিসের সামনে জড়ো হয়েছেন। আগামী ৩০ তারিখ পর্যন্ত বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটেরই কোনো আসন খালি নেই। তবে তাদের কাগজপত্রের ফটোকপি আমরা রেখেছি, যখনই টিকেট অ্যাভেলেবল হবে তখনই তাদেরকে মেসেজ দেয়া হবে।
Related News

জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট সদর উপজেলা জামায়াতের প্রচার মিছিল
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাংলাদেশেরRead More

রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত
রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই এয়ারপোর্টস্থRead More