২৪ ঘন্টায় সিলেটে করোনায় আক্রান্ত ৭২ জন, সুস্থ ৭৬

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৭২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ২১ জন, সুনামগঞ্জ জেলায় ১৬ জন, হবিগঞ্জ জেলায় ২৫ জন এবং মৌলভীবাজার জেলায় ১০ জন। এই সময়ে বিভাগে সুস্থ হয়েছেন ৭৬ জন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে কেউ মারা যাননি।
সবশেষ বুধবার (৫ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১৯১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৪৩৪ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৫৩৩, হবিগঞ্জ জেলায় ১ হাজার ২১৪ এবং মৌলভীবাজার জেলায় ১ হাজার ১০ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
অপরযদিকে সিলেট বিভাগের ৩ হাজার ৬৯৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ১৩৩, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ১৬৮, হবিগঞ্জ জেলায় ৭৮৪ ও মৌলভীবাজার জেলায় ৬১৪ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
আর সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১১১, সুনামগঞ্জ জেলায় ১৫, হবিগঞ্জ জেলায় ১০ এবং মৌলভীবাজার জেলায় ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ১৭৭ জন। এরমধ্যে ১৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
উল্লেখ্য ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।
১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।
Related News

সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পেয়েছে সিলেট ট্যুরিস্ট ক্লাব
সিলেটের ঐতিহ্যবাহী ভ্রমণ বিষয়ক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট ট্যুরিস্ট ক্লাব সরকারি নিবন্ধন পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশRead More

আ’লীগ ফ্যাসিস্টদের হামলা ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কিত শেখ উদ্দিনের পরিবার
সিলেটের জালালাবাদ থানায় আওয়ামী লীগ ফ্যাসিস্টদের হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সম্প্রতি সাধারণ ডায়েরি (জিডি)Read More