ইসলামী ব্যাংক শিবগঞ্জ উপশাখার উদ্বোধন
বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন বলেছেন, সেবার ক্ষেত্রে ইসলামী ব্যাংক বাংলাদেশে ব্যাংকিং জগতে অন্যতম মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজ ও রাষ্ট্রকে বিভিন্ন সেবা দিয়ে থাকে। মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করলে সুন্দর সমাজ উপহার দেওয়া সম্ভব।
ইসলামী ব্যাংক শিবগঞ্জ উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইসলামী ব্যাংক সিলেট জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান শিকদার মো: শিহাবুদ্দীনের সভাপতিত্বে ১৯ জুলাই রোববার নগরীর শিবগঞ্জ পয়েন্টে সিলমার্ক টাওয়ারে ইসলামী ব্যাংক শিবগঞ্জ উপশাখার ্উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক সিলেট শাখার এ্যিিসসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার অপারেশন সৈয়দ মোহাম্মদ নকীব হোসেইনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সিলেট শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো: মনিরুল ইসলাম। এসময় গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স-এর সাবেক সিনিয়র সহসভাপতি ও বর্তমান পরিচালক মাসুদ আহমদ চৌধুরী, ধন্যবাদ বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও শিবগঞ্জ উপশাখার ইনচার্জ মো: মমিনূর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোজতবা রুম্মান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমদ তারেক, ইসলামী ব্যাংক বিশ^নাথ শাখার এসভিপি মো: শহিদ আহমদ, আম্বরখানা শাখার ভিপি মো: নুরুজ্জামান, সিলেট জোনের এফএভিপি আবুল ফজল খান, জিন্দাবাজার শাখার এফএভিপি এনামুর রহমান প্রমূখ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মো: আব্দুল কাইয়ুম, মোনাজাত পরিচালনা করেন শিবগঞ্জ জামে মসজিদের খতিব মাওলানা এহতেশাম ক্বাসেমী।
বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন আরো বলেন, মানুষের জীবনকে উন্নত করতে হলে দায়িত্বশীল ব্যাংকিং-এর প্রয়োজন। সাউথ এশিয়ার মধ্যে সেবার ক্ষেত্রে ইসলামি ব্যাংক এগিয়ে রয়েছে, ব্যাংকগুলোতে যে ধরনের নীতি নৈতিকতা থাকা দরকার ইসলামি ব্যাংকে তা রয়েছে।
সভাপতির বক্তব্যে ইসলামী ব্যাংক সিলেট জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান শিকদার মো: শিহাবুদ্দীন বলেন, করোনা সংকটকালীন অর্থনৈতিক এই স্থবিরতার সময়ে এই পর্যন্ত ইসলামী ব্যাংক ২৩ হাজার কোটি টাকা র্যামিটেন্স সংগ্রহ করেছে। সেই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রবাসী অধ্যূষিত অঞ্চল সিলেটের শাহজালাল উপশহর সংলগ্ন শিবগঞ্জ পয়েন্টে ইসলামী ব্যাংকের নতুন উপশাখা খোলা হয়েছে।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More