র্যাবের হাতে জিন্দাবাজারে মাদক ব্যবসায়ী দুলাল ও সাহেদ আটক

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় দুই যুবক ঘুরাফেরা করছিলেন। তাদের গতিবিধি ছিল সন্দেহজনক। তাদের দিকে নজর রাখছিল র্যাব। তাদেরকে আটক করে তল্লাশি চালিয়ে পকেট থেকে জব্দ করা হয়েছে ইয়াবা।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের সুনাফর আলীর ছেলে সাহেদ আহমেদ ও সিলেটের জালালাবাদ থানার পূর্বদর্শা গ্রামের মৃত আব্দুল করিম ওরফে কড়ালীর ছেলে দুলাল মিয়া। আজ বুধবার (৮ জুলাই) দেড়টার দিকে তাদেরকে আটক করা হয়। দুলাল দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।
র্যাব জানায়, তাদের কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। মাদক বিক্রির ৮৯০ টাকাও পাওয়া যায় তাদের কাছে।
র্যাব-৯ এর এএসপি ওবাইন জানান, আটককৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা করেছে। তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News

দুই উপদেষ্টার গাড়ি আটকে রেখে বিক্ষোভের ঘটনায় তিনজন গ্রেফতার
সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহরের গতি রোধ করে বিক্ষোভের ঘটনায় ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি দেলোয়ারRead More

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করারRead More