কোম্পানীগঞ্জে নৌকা থেকে চাঁদাবাজিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ
কোম্পানীগঞ্জ উপজেলার চেঙ্গেরখাল নদীতে বালু বোঝাই নৌকা থেকে চাঁদাবাজিকালে ৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বেলা ২ টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন ছাতক উপজেলার মাধবপুর গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে মো. সেলিম আহমদ (২৫) ও আব্দুল কাইয়ুমের ছেলে জুয়েল (২৫), তাতীকোনা গ্রামের আবাছ আলীর ছেলে সমুজ আলী (৩২), চারেরবন গ্রামের ময়না মিয়ার ছেলে লায়েক মিয়া (৪০), চড়ারপার গ্রামের জালাল উদ্দীনের ছেলে ফরহাদ মিয়া (২৬)।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় উপজেলার পারকুলের চেঙ্গেরখাল নদীতে চাঁদা আদায়কালে তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, নদীপথে চাঁদাবাজিকালে ৫ চাঁদাবাজকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: সাহেবেরগাঁওয়ে আকমল বাহিনীর হামলা ভাংচুর লুটপাটে নিঃস্ব স্থানীয় ব্যবসায়ী
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর পূর্বশত্রুতার জেরে আক্রোশ ও লুটপাটেরRead More
দক্ষিণ সুরমায় সিএনজিকে চাপা দিলো ট্রাক
সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।Read More