কোম্পানীগঞ্জে নৌকা থেকে চাঁদাবাজিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ

কোম্পানীগঞ্জ উপজেলার চেঙ্গেরখাল নদীতে বালু বোঝাই নৌকা থেকে চাঁদাবাজিকালে ৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বেলা ২ টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন ছাতক উপজেলার মাধবপুর গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে মো. সেলিম আহমদ (২৫) ও আব্দুল কাইয়ুমের ছেলে জুয়েল (২৫), তাতীকোনা গ্রামের আবাছ আলীর ছেলে সমুজ আলী (৩২), চারেরবন গ্রামের ময়না মিয়ার ছেলে লায়েক মিয়া (৪০), চড়ারপার গ্রামের জালাল উদ্দীনের ছেলে ফরহাদ মিয়া (২৬)।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় উপজেলার পারকুলের চেঙ্গেরখাল নদীতে চাঁদা আদায়কালে তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, নদীপথে চাঁদাবাজিকালে ৫ চাঁদাবাজকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News

দেশের ২৪তম প্রধান বিচারপতি হলেন ওবায়দুল হাসান
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিরRead More

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: সুরমা মার্কেটের দোকানসহ পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ
সিলেট নগরীর সুরমা মার্কেটের দোকানপাঠ ও দক্ষিণ সুরমায় বাবার ভাগ করে দিয়ে যাওয়া সম্পত্তি জোরপূর্বকRead More