করোনামুক্ত হওয়ার ১৪ দিন পর কাজে যোগ দেয়া যাবে : স্বাস্থ্য অধিদপ্তর

কোন ব্যক্তি করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার ১৪ দিন পর কাজে যোগ দিতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে আজ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘কোন ব্যক্তির করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে। করোনার উপসর্গ চলে গেলে আরও ১৪ দিন কোয়ারেন্টিনে থেকে কাজে ফেরা যাবে।’
তিনি বলেন, ‘সুস্থ হওয়ার পর অনেকের কাজে ফিরতে অসুবিধা হচ্ছে। এক্ষেত্রে যে কেউ করোনা আক্রান্ত হলে অবশ্যই ১৪ দিন আইসোলেশনে থাকবেন। উপসর্গমুক্ত হলে তিনি আরও ১৪ দিন কোয়ারেন্টিনে থেকে কাজে ফিরবেন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সময়টিকে ১০ দিন বলেছে। তবুও অতিরিক্ত সতর্কতা বিবেচনায় আমরা লক্ষণ, উপসর্গমুক্ত হওয়ার পরও ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার জন্য বলছি।’
নাসিমা সুলতানা বলেন, যারা নিয়োগকারী আছেন, তারা এ বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের কর্মকর্তা-কর্মচারিদের কাজে ফিরতে সহায়তা করবেন। এক্ষেত্রে আর কোনো পরীক্ষার দরকার হবে না।
Related News

আরিফপুর কবরস্থানে বাবা-মায়ের জন্য রাষ্ট্রপতির বিশেষ দোয়া
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন আজ বিকেলে শহরের আরিফপুরের পাবনা সদর কবরস্থানে অনুষ্ঠিত বিশেষ দোয়ায় অংশ নেন।Read More

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন বিশ্বে সমাদৃত : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক সংবাদ সম্মেলনে তার সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর সম্পর্কেRead More