জৈন্তাপুরে গাঁজাসহ আটক ২

সিলেটের জৈন্তাপুরে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সুটারী সেনগ্রাম উঁচু ব্রিজের উপর থেকে গাঁজা ক্রয়-বিক্রয় করার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সুটারী সেনগ্রাম এলাকার মৃত হুনা আলীর ছেলে মো. মোখলেছুর রহমান (৫২), গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের রাহিম উদ্দিনের ছেলে রুমান আহমদ (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ পরিদর্শক (এসআই) প্রদীপ রায়, অতিরিক্ত উপ পরিদর্শক (এএসআই) আবু সুফিয়ানসহ একদল পুলিশ সদস্য উপজেলার দরবস্ত ইউনিয়নের সুটারী সেনগ্রাম উঁচু ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মো. মোখলেছুর রহমান ও রুমান আহমদকে আটক করে দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা পায়।
যাহার মূল্য আনুমানিক ১০ হাজার টাকা জানিয়ে তাদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলেও জানা যায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News

দেশের ২৪তম প্রধান বিচারপতি হলেন ওবায়দুল হাসান
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিরRead More

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: সুরমা মার্কেটের দোকানসহ পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ
সিলেট নগরীর সুরমা মার্কেটের দোকানপাঠ ও দক্ষিণ সুরমায় বাবার ভাগ করে দিয়ে যাওয়া সম্পত্তি জোরপূর্বকRead More