সিলেটে একদিনে আরও ৩৬ জনের করোনা শনাক্ত

সিলেটে একদিনে আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২০ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৩২ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যারয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনিবার মাত্র ৪ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হসাপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩২ জনের রিপোর্ট পজিটিভ আসে। এদিন ১৭৮ টি নমুনা ল্যাব কর্তৃপক্ষ সংগ্রহ করে বলে জান যায়।
ওসমানীর ল্যাবে নতুন শনাক্ত হওয়া ৩২ জনের মধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকার ও সদর উপজেলার বাসিন্দা রয়েছেন ১৭ জন। যাদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচজন সদস্য রয়েছেন। এছাড়া বাকি ১৫ জন হবিগঞ্জ জেলার। যাদের মধ্যে ১২ জন হবিগঞ্জ সদরের, বানিয়াচং উপজেলার ২ জন চুনারুঘাট উপজেলার ১ জন বাসিন্দা।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যারয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনিবার মাত্র ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নমুনা পরীক্ষাও হয়েছে কমসংখ্যক। শনিবার এই ল্যাবে মাত্র ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।
আগের টানা কয়েকদিন এই ল্যাবে পরীক্ষায় ৩০ জনের বেশি সংখ্যক রোগী শনাক্ত এবং প্রতিদিন পরীক্ষা হয় ১৮৮টি। তবে শনিবার পরীক্ষার সংখ্যা একেবারেই কমে যায়।
এ প্রসঙ্গে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বলেন, শনিবার আমাদের কাছে মাত্র ২৩ টি নমুনা আসে। এরসাথে পুরনো দুটি মিলিয়ে আমরা ২৫টি নমুনা পরীক্ষা করি।
পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়াদের মধ্যে ৩ জন সুনামগঞ্জের ও একজন সিলেটের।
Related News

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আকবর আলীকে সাউথ এশিয়ান এক্সিলেন্স এর অ্যাওয়ার্ড প্রদান
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃRead More

বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল বলেছেন, তোমরা যারা লেখা -পড়া করছেRead More