Main Menu

দেশে ২৪ ঘন্টায় করোনায় ৪৪ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজার ৮৫৬

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে।
গত ২৪ ঘন্টায় এযাবৎকালের সর্বোচ্চ সংখ্যক ১৬ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৮৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৬১৫ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল শনাক্ত হয়েছিল ৩ হাজার ৪৭১ জন।
নমুনা পরীক্ষায় আজ শনাক্তের হার ১৭ দশমিক ১৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ২১ দশমিক ৭১ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ কম।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ছাড়িয়েছে। বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ৮৪ হাজার ৩৭৯ জন রোগী রয়েছেন।
এদিকে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ৪৪ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১৩৯ জন। গতকালের চেয়ে আজ ২ জন কম মৃত্যুবরণ করেছেন। আগের দিন মারা গিয়েছিলেন রেকর্ড সংখ্যক ৪৬ জন।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৫৭৮ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ২১ দশমিক ১৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০৩ শতাংশ কম।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *