সিলেটে করোনা আক্রান্ত হয়ে নার্সের মৃত্যু

সিলেটে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা (ব্রাদার) রুহুল আমিন।
সিলেটে করোনা আইসোলেশন সেন্টার নিজের কর্মস্থল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ(২৯) মে রাত সোয়া দশ টায় মারা গেলেন তিনি। বাংলাদেশে প্রথম ব্রাদার (নার্স) হিসেবে তিনিই প্রথম মারা গেলেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিলো তাকে।
এদিকে রুহুল আমিনের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান, উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, এনেস্থেসিয়া বিভাগের প্রধান ডা. ময়নুল হোসেন ডালিম, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও সুশান্ত কুমার মহাপাত্র ও একই হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক নিহারী রাণী দাস।
Related News

কান্দিগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডে সরকারি ত্রাণের চাল বিতরণ
কালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডে সরকার কর্তৃক বরাদ্ধকৃতRead More

নগরীর মনিপুরী পাড়াসহ বিভিন্ন জায়গায় বিতরণ করলেন সালেহা কবির শেপি
সিলেট জেলা মহিলাদলের সভানেত্রী ও ২২,২৩ ও ২৪ নং ওয়ার্ডের সাবেক বার বার নির্বাচিত কাউন্সিলরRead More