শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনায় আক্রান্ত যুবকের মৃত্যু
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টা্র দিকে ওই যুবক মারা যান। তিনি কিডনী রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আর.এম.ও ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
জানা যায়, মৃত যুবকের নাম আব্দুল হান্নান (৩২)। তিনি মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা।
মৃত যুবক আব্দুল হান্নান সাথে থাকা তার ভাতিজা আব্দুর রাজ্জাকও করোনায় আক্রান্ত বলে জানা গেছে।
গত ১১ মে তাকে সিলেটের রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিডনি ডায়ালাইসিস করানোর সময় তার করোনা শনাক্ত হয়। পরবর্তীতে ১৬ মে তিনি ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। ১০ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।
এদিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ জানিয়েছেন, উপজেলার বাসিন্দা ভাইরাসে আক্রান্ত যুবকের লাশ নিয়মানুযায়ী দাফন করা হবে।
Related News
কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তারের একক কবিতা পাঠের অনুষ্ঠান সম্পন্ন
কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তার এর একক কবিতা পাঠের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ সেেেপ্টম্বর)Read More
সিলেটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নুরসহ সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণRead More