শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনায় আক্রান্ত যুবকের মৃত্যু

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টা্র দিকে ওই যুবক মারা যান। তিনি কিডনী রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আর.এম.ও ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
জানা যায়, মৃত যুবকের নাম আব্দুল হান্নান (৩২)। তিনি মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা।
মৃত যুবক আব্দুল হান্নান সাথে থাকা তার ভাতিজা আব্দুর রাজ্জাকও করোনায় আক্রান্ত বলে জানা গেছে।
গত ১১ মে তাকে সিলেটের রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিডনি ডায়ালাইসিস করানোর সময় তার করোনা শনাক্ত হয়। পরবর্তীতে ১৬ মে তিনি ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। ১০ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।
এদিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ জানিয়েছেন, উপজেলার বাসিন্দা ভাইরাসে আক্রান্ত যুবকের লাশ নিয়মানুযায়ী দাফন করা হবে।
Related News

সিলেটের শাহপরান গেইট এলাকায় পিকনিক বাসের ধাক্কায় এক বৃদ্ব নিহত
সিলেট-তামাবিল সড়কে পিকনিক বাসের ধাক্কায় ঘটনাস্থলে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার(১ জুন) দুপুর দুইটার দিকেRead More

কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের খসড়া বাজেট ঘোষণা
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ অনুষ্ঠিত হয়েছে।Read More