Main Menu

২৪ ঘন্টায় করোনা রোগীর সংখ্যা ১৬১৭, মৃত্যু ১৬ জনের

প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা ১৬১৭ জন। এ পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৭৩৮ জন।

বুধবার ২০ মে সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৮৬ জনে।

সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন। সব মিলয়ে এ পর্যন্ত মোট ৫ হাজার ২০৭ জন সুস্থ হয়ে উঠলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বুধবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১৩ জন, নারী ৩ জন।

তাদের মধ্যে একজনের বয়স ছিল আশি বছরের বেশি। এছাড়া ২ জনের বয়স ছিল ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ছিল ১০ বছরের কম।

বুলেটিনে জানানো হয়, গত এক দিনে দেশের ৪৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন যুক্ত হয়েছে ইউনাইটেড হাসপাতাল।

এই সময়ে নতুন করে ৩০০ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৮১৬ জন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *