সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন অসহায় দরিদ্র ৬০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলো সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ।
আজ সোমবার (১৮ মে) কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট নূরে আলম সিরাজী, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মখলিছুর রহমান,মাষ্টার আব্দুস শুকুর, ফজলুল করিম ফুল মিয়া, আনোয়ারুল হক, ডাঃ জিয়াউল ইসলাম, নান্টু চন্দ, সাবেক মেম্বার মনির আলী, জুনায়েদ আহমদ খুরাশানী, মঞ্জুর আহমদ মঞ্জু, হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মশাহিদ আলী, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তারা মিয়া, মোগলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ চুনু মিয়া, টুলটিকর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক রমিজ উদ্দিন বাবুল, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদ আলী, মোগলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিক মিয়া, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, টুলটিকর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নিরেশ দাস, বীর মুক্তিযুদ্ধা আব্দুল কাদির, নাজিম উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা আরিফ আহমদ সুমন, ইকলাল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ মোস্তফা উল্লাহ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ শাহজাহান, যুগ্ম আহবায়ক প্রভাষক সেলিম আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি কাচা মিয়া মেম্বার, আব্দুল মজিদ মেম্বার, শাহনূর আলম মেম্বার, শাবাজ আহমদ মেম্বার, মুহিবুর রহমান মেম্বার, ছইল মিয়া মেম্বার, সাইস্তা মেম্বার, আওয়ামী লীগ নেতা সাজিদ আলী, কয়েস আহমদ, আব্দুল মছব্বির, আলম আহমদ, আব্দুল মতিন, তোবারক মিয়া, নূরুল হক, হাজী নূর মিয়া, আব্দুল মন্নান, মোবারক আলী, রতন মিয়া প্রমূখ।
খাদ্যসামগ্রী বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন, প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের কারনে বিশ্ব আজ দিশেহারা। বাংলাদেশেও এ ভাইরাস মহামারী আকার ধারণ করায় সরকার দফায় দফায় সরকার সাধারণ ছুটি বৃদ্ধি করছে। সরকারী ভাবে ত্রাণ সামগ্রী প্রদান করা হচ্ছে। যাতে মানুষ ঘরে থাকে, নিরাপদে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিতে নানা কর্মসূচি গ্রহণ করেছেন। ইতোমধ্যে ১০ কেজি হারে চাল, শুকনো খাদ্য সরকারী ভাবে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। স্বল্প মূল্যে চাল (১০ টাকা দরের) বিক্রি, ভিজিডি, ভিজি এফসহ বিভিন্ন ভাতা প্রদান করা হচ্ছে। সুতরাং প্রাণঘাতী এই মহামারী থেকে বাচতে সকলকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক, গ্লাবস ও পরিস্কার পরিচ্ছন থাকার আহবান জানান নেতৃবৃন্দ।
Related News
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেট সদর উপজেলায় বিক্ষোভ মিছিল
ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক পবিত্র ধর্ম ইসলাম ও প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিরRead More
চোরাচালানে বাঁধা দেয়ায় গোয়াইনঘাটে শিক্ষার্থীদের উপর হামলা
বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ, চোরাচালানে বাঁধা ও লিজ বহির্ভুত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনেরRead More