সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ৫ টি ইউনিয়নে জেলা পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাসের কারনে চলমান লোক ডাউন পরিস্থিতিতে কর্মহীন অসহায় দরিদ্র মানুষদের খাদ্য সহায়তা দিচ্ছে সিলেট জেলা পরিষদ।
আজ শনিবার (১৬ মে) ৪০০ মানুষের মধ্যে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের ১নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশনের কিছু অংশ ও সদর উপজেলার ১নং জালালাবাদ, ২নং হাটখোলা, ৫নং টুলটিকর, ৭নং মোগলগাঁও এবং ৮নং কান্দিগাঁও ইউনিইয়নে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবা, ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানুর।
এসময় উপস্থিত ছিলেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিরণ মিয়া, টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলী হোসেন, হাটখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, জালালাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক মিয়া, জেলা পরিষদের কর্মকর্তা নাজিম আহমদসহ প্রতিটি ইউনিয়নের মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন, প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের কারনে বিশ্ব আজ দিশেহারা। বাংলাদেশেও এ ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। দফায় দফায় সরকার সাধারণ ছুটি বৃদ্ধি করছে। যার ফলে দরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিতে নানা কর্মসূচি গ্রহণ করেছেন। ইতোমধ্যে ১০ কেজি হারে চাল, শুকনো খাদ্য সরকারী ভাবে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। স্বল্প মূল্যে চাল (১০ টাকা দরের) বিক্রি, ভিজিডি, ভিজি এফসহ বিভিন্ন ভাতা প্রদান করা হচ্ছে। এক কথায় চলমান দুর্দিনে সরকার জনগনের পাশে আছে। সুতরাং প্রাণঘাতী এই মহামারী থেকে বাচতে সকলকে সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক, গ্লাবস, ও হাত ধোয়া অব্যাহত রাখতে হবে
Related News

দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি, সিলেটে আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ব্যাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে ১৮Read More

কোরআন পরিপূর্ণভাবে না মানলে আল্লাহর শাস্তি অবধারিত : আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান
কোরআনভিত্তিক সমাজ ব্যব্যস্থা গড়তে হলে কোরআন পরিপূর্ণভাবে মানতে হবে নতুবা আল্লাহর শাস্তি অবধারিত বলে মন্তব্যRead More