Main Menu

২৪ ঘন্টায় দেশে করোনায় আরো ৮ জনের মৃত্যু, ৬৩৬ রোগী শনাক্ত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায়  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৪ জনে। ২৪ ঘণ্টায় আরো ৬৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭৭০ জন।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ২৪৭টি। এর মধ্যে আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ৫ হাজার ৪৬৫টি। পরীক্ষা করা নমুনার মধ্যে৬৩৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ৮জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২১৪ জনে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পর ইরান, কোরিয়াসহ বেশকিছু দেশে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি করোনা আঘাত হানে ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৭৬ হাজার ৩৮৬ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ২৭ হাজার ১০২ জন । অন্যদিকে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৯৩ হাজার ৩৬০ জন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *