২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৩৪

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৯ জন মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১১০ জনে। এছাড়াও এ সময়ে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ৪৩৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৮২ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব তিন জন, পঞ্চাশোর্ধ্ব তিন এবং চল্লিশোর্ধ্ব তিন জন। এছাড়াও নতুন করে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দু’জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮৭ জন।
Related News

দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ
দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশRead More

খুলনা শিপইয়ার্ডে ৩টি ডাইভিং বোট কমিশনিং করেছেন নৌবাহিনী প্রধান
বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি ডাইভিং বোটRead More