সিলেট ওসমানী হাসপাতাল ল্যাবে প্রথম দিন ১১৬ জনের নমুনা

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি ও ভাইরোলোজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনই এই ল্যাবে ১১৬ জনের নমুনা জমা পড়েছে বলে জানা গেছে। আজ দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়েছে।
হাপসাতালের পরিচালক ইউনুছুর রহমান বলেন, ইতোমধ্যে আমাদের কাছে সিলেটে বিভাগের ১১৬ জনের শরীরের নমুনা এসেছে। বিকেলের মধ্যে আরও অনেক স্যাম্পল আসার কথা রয়েছে।
তিনি বলেন, প্রথমে তিনটি লেভেলের প্রসেস শেষে নমুনা পিসিআর মেশিনে দেওয়ার পর ১৪৫ মিনিট সময় লাগে এই টেস্ট করতে। সবমিলিয়ে চার ঘন্টা লাগবে এই টেস্ট সম্পন্ন করতে। একই সাথে ৯৬টি নমুনা পরীক্ষা করা যাবে। তবে প্রথমবারে ৯৪টি এবং এরপর থেকে ৯৬টি নমুনা পরীক্ষা করা যাবে।
ওসমানী হাসপাতাল সূত্র জানায়, সিলেটে শনাক্তকরণ পরীক্ষা হলেও প্রথমদিকে পরীক্ষার ফলাফল সিলেট থেকে দেওয়া হবে না। পরীক্ষার ফল ফলাফল পাঠানো হবে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)-এ। তারা প্রাত্যহিক ব্রিফিং এই রিপোর্টগুলো প্রকাশ করবেন।
Related News

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেট
ছয় দফা দাবিতে সারাদেশের মতো সিলেটেও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার দুপুরে নগরীর কেন্দ্রীয়Read More
বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আলোচনা সভা, রচনা চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতারRead More