এয়ারপোর্ট থানা ব্যবসায়ী সমিতি লিঃ এর পক্ষ থেকে সচেতনতা মূলক সামগ্রী বিতরণ

২৭ মার্চ বিকাল বেলা এয়ারপোর্ট থানা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ রেজি নং-৫৩ এর পক্ষ থেকে সামাজিক নিরাপত্তা মেনে নিরাপদ মাস্ক,সাবান ও গ্লাব্স বিতরন করা হয়। পরিস্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন থাকার ব্যাপারে উৎসাহিত করা হয়। বিশ্বব্যাপি করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হওয়া আহবান করা হয়। এয়ারপোর্ট থানা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হানিফ আলী,কোষাধ্যক্ষ মোঃ মোক্তার হোসেনসহ নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত থেকে শ্রমিক ও দরিদ্র মানুষের মাঝে মাস্ক সাবান ও গ্লাব্স বিতরণ করেন। সদর উপজেলার সাহেবের বাজার, মটরঘাট, সিমারবাজার ও গোয়াইনঘাট উপজেলার চৌমুহনী, বহেরা বাজার,বিন্নাকান্দী বাজার সহ একাদিক স্হানে মানুষের মাজে মাস্ক, সাবান ও গ্লাব্স বিতরন করা হয়। এ সময় সকল শ্রেণির মানুষকে সচেতনতা বাড়ানো অনুরোধ করা হয়।
Related News

জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট সদর উপজেলা জামায়াতের প্রচার মিছিল
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাংলাদেশেরRead More

রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত
রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই এয়ারপোর্টস্থRead More