লন্ডনে সড়ক দুর্ঘটনায় আহত সিলেট মহিলা দলের সহসভাপতি মাজেদা আহমদ কলিঃ দোয়া কামনা

সিলেট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ- সভাপতি ও যুক্তরাজ্য ব্রাডফোর্ড জাতীয়তাবাদী দলের সদস্য মোছাম্মত মাজেদা আহমদ কলি সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন। মোছাম্মত মাজেদা আহমদ কলি লন্ডন ব্রাডফোর্ড এলাকায় দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন।
তিনি (২ মার্চ) সোমবার স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটের সময় তাহার ২ সন্তান তাসনিম ও সালমানকে স্কুল থেকে বাসায় নিয়ে আসার সময় ব্রাডফোর্ড লোম্ব লেনের নেক্সট টু মিনি মার্কেট নামক স্থানে তাদেরকে একটি প্রাইভেট কার পিছন থেকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে যায়। দুর্ঘটনায় তার সন্তানাদি অক্ষত থাকলেও মোছাম্মত মাজেদা আহমদ কলি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে লন্ডন সরকারের পুলিশের একটি টিম তাকে লন্ডনের ব্রাডফোর্ড (বি,আর,আই) BRI হসপিটালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। তাহার পায়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি তাহার সুস্থতা কামনায় লন্ডনে বসবাসরত প্রবাসী বাঙ্গালিসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মোছাম্মত মাজেদা আহমেদ কলি জানিয়েছেন বাংলাদেশে বিএনপি রাজনীতি করার কারণে প্রতিহিংসার শিকার হয়ে হামলা ও মামলার ভয়ে দীর্ঘদিন থেকে লন্ডনে বসবাস করে আসছেন।
Related News

সিলেটে এনসিপি’র ইফতার মাহফিল: আওয়ামী লীগ নিষিদ্ধে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে: নাসিরউদ্দীন পাটোয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধে এনসিপির যুদ্ধ অব্যাহতRead More

তেমুখী মাইক্রোবাস শ্রমিক উপকমিটির দোয়া ও ইফতার মাহফিল
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনি বাস কোচ মাইক্রোবাস রেজিঃ নং বি ১৪১৮ এর অন্তর্ভুক্তRead More