লন্ডনে সড়ক দুর্ঘটনায় আহত সিলেট মহিলা দলের সহসভাপতি মাজেদা আহমদ কলিঃ দোয়া কামনা

সিলেট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ- সভাপতি ও যুক্তরাজ্য ব্রাডফোর্ড জাতীয়তাবাদী দলের সদস্য মোছাম্মত মাজেদা আহমদ কলি সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন। মোছাম্মত মাজেদা আহমদ কলি লন্ডন ব্রাডফোর্ড এলাকায় দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন।
তিনি (২ মার্চ) সোমবার স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটের সময় তাহার ২ সন্তান তাসনিম ও সালমানকে স্কুল থেকে বাসায় নিয়ে আসার সময় ব্রাডফোর্ড লোম্ব লেনের নেক্সট টু মিনি মার্কেট নামক স্থানে তাদেরকে একটি প্রাইভেট কার পিছন থেকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে যায়। দুর্ঘটনায় তার সন্তানাদি অক্ষত থাকলেও মোছাম্মত মাজেদা আহমদ কলি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে লন্ডন সরকারের পুলিশের একটি টিম তাকে লন্ডনের ব্রাডফোর্ড (বি,আর,আই) BRI হসপিটালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। তাহার পায়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি তাহার সুস্থতা কামনায় লন্ডনে বসবাসরত প্রবাসী বাঙ্গালিসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মোছাম্মত মাজেদা আহমেদ কলি জানিয়েছেন বাংলাদেশে বিএনপি রাজনীতি করার কারণে প্রতিহিংসার শিকার হয়ে হামলা ও মামলার ভয়ে দীর্ঘদিন থেকে লন্ডনে বসবাস করে আসছেন।
Related News

মোগলগাওঁ ইউপির সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু মিয়ার মেয়ে সুমাইয়া ইসলাম সাফা ওসমানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে
২০২২ শিক্ষাবর্ষের সিলেট শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হওয়া সিলেটRead More

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নানা কর্মসূচি
১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে—Read More