আর্ন্তজাতিক নারী দিবসে সিসিকের নারী সমাবেশ ও শোভাযাত্রা

‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ শ্লোগানে সিলেটে সিটি করপোরেশন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
রোববার সকালে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প ও নারী উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে নগর ভবনের সামনে থেকে বের করা হয় বর্নাঢ্য শোভাযাত্রা।
নারীর ক্ষমতায়ন নিশ্চিত ও সমতার সমাজ গঠনে সচেতনতামূলক প্লেকার্ড বহন করে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেনি পেশার নারীরা।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিসিকের প্রধান নির্বাহি ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, কাউন্সলর রেজাউল হাসান কয়েস লোদী, সিসিকের নারী উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান নাজনীন আক্তার কনা সহ সিসিকের কর্মকর্তা-কর্মচারিরা শোভাযাত্রায় অংশ নেন।
পরে আর্ন্তজাতিক নারী দিবসের তাৎপর্য নিয়ে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় নারী সমাবেশ।
সিসিকের নারী উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর নাজনীন আক্তার কন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর আজম খান, সিসিকের প্রধান নির্বাহি ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।
সমাবেশে আর্ন্তজাতিক নারী দিবসের বিষয়বস্তুর উপর বিশেষ নিবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবদ্যালয়ের অধ্যাপক আমিনা পারভীন।
সমাবেশের শুরুতে দিবসটি উপলক্ষে স্বল্প দৈর্ঘ নাটক পরিবেশন করে নবশিখা থিয়েটার।
Related News

কান্দিগাঁও ইউনিয়নের ঘোপালে ঈদে মিলাদুন্নবীর র্যালী অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল লতিফিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ও ঘোপাল, কান্দিগাও, ভাগাড়পার ওRead More

নব্বই দশকের সাবেক ছাত্রনেতা জুনেদ আহমদ এর দেশে গমণ।। ওসমানী বিমানবন্দরে সংবর্থনা প্রদান
যুক্তরাজ্য আওয়ামী লীগের নর্থ ষ্টাফফোর্ড ষ্টোক অন ট্রেন্ট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নব্বই দশকের তূখোড়Read More