Main Menu

জাতীয় কবুতর প্রদর্শনী ও প্রতিযোগিতায় সিলেটের কৃতিত্ব

ন্যাশনাল পিজন এসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত কবুতর প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০২০ আন্তর্জাতিক মানের কবুতর প্রদর্শনী ২৯ ফেব্রুয়ারী ঢাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয় । বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আটশত কবুতর প্রদর্শনীতে অংশগ্রহণ করে । এথেকে ২২ টি কবুতর সিলেটের। প্রদর্শনীতে অংশ নেওয়া কবুতরের নাম ইংলিশ ফেন্টাইল , অরিয়ান্টাল ফিল্ম , ওল্ড ডাচ্ টাম্বলার , লাহরী , ইনডিয়ান ফেনটেইল , ইংলিশ মডেনা , শো কিং , মুক্ষি , বুখারা , রিভার্সং ইন পোটার , জেকোবিন , ইংলিশ লঙ্গফেইছ , আমেরিকান করমনা , জামান বিউটি হুমার , আমেরিকান হেলমেট , আর্চ এনজেল , হাউজ পিজন । জায হিসেবে উপস্তিত ছিলেন ইংল্যান্ড থেকে আগত Mr.Niel Pratt ও Mr.Phily Bewich । সিলেট বিভাগের হয়ে কবুতর প্রদর্শনী ও প্রতিযোগিতায় সিলেট পিজন ক্লাবের কার্যনিবার্হী পরিষদ এর গবেষণা ও উন্নয়ন সম্পাদক মুশফিকুর রহমান তোফায়েল ইংলিশ ফেন্টাইল একটি কবুতরের মাধ্যে একটি চ্যাম্পিয়ন অরিয়ান্টাল ফিল্ম তিনটি কবুতরের মধ্যে দুটিতেই রানার আপ হয় । সহ- সভাপতি Khokan Ahmed আজাদ মোঃ খোকন মোট পাঁচটি কবুতরের মধ্যে ওল্ড ডাচ্ টাম্বলার চ্যাম্পিয়ন হয় আরও ছিলো লাহরী , ইনডিয়ান ফেনটেইল ,ইংলিশ মডেনা , শো কিং। সিলেট পিজন ক্লাবে সদস্য আতিকুর রহমান তিন পিছ কবুতরের মধ্যে দুইটি বিউটিই রানার আপ আরও ছিলো একটা মুক্ষি কবুতর । কবুতর প্রদর্শনী ও প্রতিযোগিতা আরও অংশগ্রহণ করেন সিলেট পিজন ক্লাবের কার্যনিবার্হী পরিষদ সহ-সভাপতি শাহান তালুকদার একটি বুখারা , সহ সভাপতি ও সাবেক BFPBA প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০১৫ইং বিজয়ী মোঃ রাহাত বাসিত দুইটি বুখারা , দুটি মুক্ষি , একটি রিভার্সং ইন পোটার সহ- সাধারণ সম্পাদক ও সিলেট গিরিবাজ মেকাস এর ফাউন্ডার ডিরেক্টোর মো: তালহা খান একটি বুখারা ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নাহিদ দুটি শো কিং ও একটি মুক্ষি কবুতর । উপস্থিত ছিলেন মৌলভীবাজার পিজন এসোসিয়েশনের প্রতিনিধি রাজু হানিফ সিলেট পিজন ক্লাবের কার্যনিবার্হী পরিষদ সভাপতি মোঃ কলিম উল্লাহ ও সহ-সাধারণ সম্পাদক ও BFPBA প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০১৫ইং বিজয়ী ইভান চৌধুরী । সহ-সাধারণ সম্পাদক :এমদাদুর রহমান মিসবাহ । সদস্য আবরার হোসেন , বুরহান , আফজাল হোসেন , ছিদ্দীকুর রহমান সহ সিলেটের কবুতর পেমীরা উপস্তিত ছিলেন । সিলেট পিজন ক্লাবের পক্ষ থেকে বিজয়ীদের অভিনন্দন ও ন্যাশনাল পিজন এসোসিয়েশন অফ বাংলাদেশ এর পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানানো হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *