আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিভিন্ন দেশ অনুকরণ করছে: এমপি নাহিদ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, দেশের প্রতিটি পাড়া মহল্লায় মানুষের দূরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে প্রতিটি পাড়া মহল্লায় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য কেন্দ্র ও উপ-সাস্থ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। বিভিন্ন ভাবে জ¦রাজীর্ণ ভবনগুলোকে সংস্কার ও সৌন্দর্য্য বর্ধন করে স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, ভালো শিক্ষার মাধ্যমেই ভালো মানুষ গড়ে তোলা এটাই আমাদের মূল লক্ষ্য। ভালো অবস্থায় থাকতে হলে অবশ্যই ভালো শিক্ষার প্রয়োজন। এ চিন্তাকে মাথায় রেখে এ অঞ্চলে মরহুম মছলম উদ্দিন খান বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। আর সরকার বিদ্যালয়টিকে পরিপূর্ণতা দিচ্ছে। বিশেষ করে এই অঞ্চলে এরকম একটি বিদ্যালয়ের বড় প্রয়োজন হয়ে পড়েছিলো।
সোমবার গোলাপগঞ্জের ঢাকাদক্ষিন ইউনিয়নে সুনামপুর মছলম উদ্দিন খান একাডেমীর নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি নাহিদ আরো বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আজ আমূল পরিবর্তন এসেছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে পৃথিবীর বিভিন্ন দেশ রোল মডেল হিসেবে অনুকরণ করছে। বাংলাদেশের এই অগ্রযাত্রা বিশ্বে ব্যাপক সমাদৃত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য সেবা ও দারিদ্র বিমোচনে এবং বিভিন্ন রকম ফসল উৎপাদন অতীতের তুলনায় ব্যাপক হারে বেড়েছে। আজ আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ। আমরা এখন উচ্ছিষ্ট খাদ্যাংশ বিদেশে রপ্তানি করতে পারছি।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি লেখক, কলামিস্ট ও গ্রন্থ প্রনেতা মোহাম্মদ ছয়েফ উদ্দিনের সভাপতিত্বে ও ঢাকাদক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মফিজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নিবাহী অফিসার মামুনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিক আহমদ,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা,ভাইস-চেয়ারম্যান মনসুর আহমদ,গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান,উপজেলা পিআইও হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা কামাল মিয়া।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম,সহ-সাধারন সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, আওয়ামীলীগ নেতা আজ্জাদ আলী,উপজেলা আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর, রুমেল সিরাজ, ঢাকাদক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস শহীদ, সেলিম আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক রুহেল আহমদ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্য শেখ কামরুজ্জামান কামরুল, ঢাকদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরহাদ মোহাম্মদ রুবেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজাদ,আওয়ামী লীগ নেতা আলীম উদ্দিন বাবলু, জামিল আহমদ ক্যারল,ইউপি সদস্য আব্দুল করিম কাশেমি,অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, এছাড়া এলাকার সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক মওলানা মোস্তাক আহমদ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আবিদা সুলতানা চামেলি বেগম।
এদিকে সকাল ১১টায় গোলাপগঞ্জ উপ- স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিস্বর রহমানের সভাপতিত্বে ও ডা:সুষমিতা রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়া মীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চোধুরী,উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান,পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিক আহমদ, সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আলী আকবর ফখর, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান,ডা: শাহিনুর ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ি ইউপি আওয়ামী লীগের সাধারন নুরুল আলম,উপজেলা স্বাস্থ্য কেন্দের ডাক্তার ডা: শাহনেওয়াজ,আওয়ামী লীগ নেতা ফরহাদ মোহাম্মদ রুবেন,পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি আনা মিয়া,উপজেলা যুবলীগ নেতা আজমল হোসেন মনি,এনাম উদ্দিন,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক বিভাগীয় উপ- সম্পাদক মনিরুল হক পিনু,পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আলী, উপজেলা ছাত্রলীগের নেতা মতিউর রহমান মতি, রাসেল আহমদ,শাকিল আহমদ প্রমুখ।
Related News
সিকৃবিতে ইনোভেশন শোকেসিং: শ্রেষ্ঠ ৩টি উদ্ভাবনী দল পুরষ্কৃত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনোভেশন ও ই—গর্ভন্যান্স টিমের আয়োজনে ইনোভেশন শোকেসিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহের মধ্যRead More
৪৪ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার চামাউরাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ধোধন
জাইকার অর্থায়নে ও সিলেট সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে কান্দিগাঁও ইউনিয়নের চামাউরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৩Read More