তাহিরপুরে বিদ্যুতের তার পড়ে জ্বলসে গেলো যুবকের দেহ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার নেকবর হোসেন নামের এক যুবকের উপর পড়ে দুই হাত ও মাথা পুড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে।
এ ঘটনাটি গঠেছে ৭ ফেব্রুয়ারী রোজ শুক্রবার দুপুর ১২ টার সময় উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায়। আহত যুবক উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের খাসশতাল গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।
এ খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস আই মাহমুদুল হাসান ও এ এস আই বিল্লাল হোসেন ঘটনার স্থল পরির্দশন করেন। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার দুপুরে বাদাঘাট টু খাশতাল রাস্তার বাদাঘাট সরকারি প্রাথমি বিদ্যালয়ে গেইটের সামনে অটো রিক্সা নিয়ে পেসিনঞ্জারের অপেক্ষায় অটোর বিতরে বসে থাকে।
এ সময় রাস্তার পাশে স্কুলের গাছের ডাল কেটে পরিস্কার করার সময় পাশে থাকা বিদ্যুতের ১১ কে.ভি ভোল্টটেজের মেইন লাইনের উপর পড়লে তার ছিড়ে গিয়ে অটোতে বসে থাকা যুবক নেকবরে উপর পড়লে তার ডান হাত, বাম হাত ও মাথা পুরোটাই জ¦লসে গিয়ে গুরুতর আহত হয়। এ খবর পয়ে বাদাঘাট পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন বিদ্যুৎ লাইন সাথে সাথে বন্ধ করার পর স্থানীয় লোকজন আহত যুবক নেকবরকে উদ্ধার করে বাদাঘাট বাজারের স্থানীয় চিকিৎসক হাফিজ উদ্দিনের কাছে প্রাথকি চিকিৎসা শেষে তাহিরপুর সদর হাসপালে নিয়ে যায়।
এ ব্যপারে এস আই মাহমুদুল হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনার স্থলে এসে আহত যুবককে প্রাথমি চিকিৎসা শেষে দ্রুত তাহিরপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেই। তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমানএর সত্যতা নিশ্চিত করেন।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More