৮ম ঘোপাল ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ সম্পন্ন
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ৮ম ঘোপাল ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
মাসব্যাপী উক্ত ক্রিকেট টুর্নামেন্টে ৬ টি দল অংশ নেয়। খেলায় জিনিয়াস সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুপার রেনিগেইট।
৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে খেলা শেষে ঘোপাল ক্রিকেট প্রিমিয়ার লীগ বাস্তবায়ক কমিটির সভাপতি আতিকুর রহমান চৌধুরী রফির সভাপতিত্বে ও দিলওয়ার হোসেন রনী এবং এমদাদ হোসেনের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, সমাজসেবী আব্দুর রহমান, ওয়ারিছ আলী, আব্দুল কাদির, আতাউর রহমান, রাজা মিয়া, আব্দুর রহিম, শাহজাহান আহমদ, বাবুল মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য শাহবাজ আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কাওছার।
আরো উপস্থিত ছিলেন সমাজসেবী আলমগীর হোসেন চৌধুরী, জয়নাল আবদিন, বিলাল আহমদ, ডালিম আহমদ চৌধুরী, জুবায়ের আহমদ চৌধুরী, শামীম আহমদ, বাবুল হোসেন, আলতা মিয়া, সুবেল আহমদ, সাকের আহমদ, আব্দুল জলিল, রবিউল ইসলাম, হাফিজ এখলাছুর রহমান, আলাউদ্দিন, রুম্মান আহমদ আলম, তাবাসসুম, অলিউর রহমান চৌধুরী, ডাঃ পাবেল আহমদ, জাবেদ হোসেন রনী, নেছার আহমদ, আবুল হোসেন প্রমূখ।
আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাবেক ক্রিকেটার তুহিন ও মোঃ আলমগীর।
খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রপি ও নগদ প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।
Related News

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশের টাইগাররা
গ্রস আইলেটের ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট টস জিতে বোলিংয়ের সিদ্ধান্তRead More

পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ
পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তব। এক সময়ের স্বপ্নের সেতু এখন দৃষ্টিসীমায় দিগন্তজুড়ে দাঁড়িয়ে।Read More