চিকিৎসক ও মেডিকেল ছাত্র ছাত্রীদের নিয়ে বিএইচডিআই’র আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন

বাংলাদের ও যুক্তরাজ্যের চিকিৎসক মেডিকেলের ছাত্র – ছাত্রীদের নিয়ে সিলেটে বাংলাদেশ হেলথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (বিএইচডিআই)এর উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্টিত হয়েছে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্ডে।
ডা.সাইয়েদুল ইসলাম সাইয়েদ এর পরিচালনায় ইম্প্যাাক্ট অব গ্লোবাল হেলথ কেয়ার এর সভাপতি ড. কাউসার হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ এফ এম নাজমুল ইসলাম, প্যানেল আলোচনায় অংশ নেন ডা.হোসেন আবা জিপি, ডা. আলী আহমদ সুয়াইব জিপি, ডা. কাউসার হক, ডা. আব্দুল রহিম জিপি,ডা.কাদেমুল ইহসান,মো: আক্তারুজ্জান, ডা. আলীম উদ্দিন, সম্মেলনে বিএইচডিআই’র পরিচালিত ফাস্ট এইড প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের অপারেশনাল প্রধান কামাল আহমদ মাছুম এবং সেচ্ছাসেবী শাহীন আহমদ রাজু, ফয়েজুর রহমান , রাহী বিন কামাল ফেরদৌস আমিনা বেগম, হালিমা বেগম,হাবিবা বেগম, মাহমুদুল হাসান সাহিম, ডা. মিজানুর রহমান, ডা. নিসাত রহমান,ডা. ওসমান গনি, সায়েমা চেীধুরী রেহানা আদেলিয়া, ডা. আব্দুল হালিমসহ সিলেটের সকল মেডিকেল কলেজের ছাত্র/ছাত্রী বৃন্দ ও ডা.গন উপস্থিত ছিলেন।
সম্মেলনে বাংলাদেশের চিকিৎসা ও চিকিৎসকের ত্রুটি বিচ্যুতি ও প্রতিকার বিষয়ে আলোচনা পাঠ করেন।
Related News

সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পেয়েছে সিলেট ট্যুরিস্ট ক্লাব
সিলেটের ঐতিহ্যবাহী ভ্রমণ বিষয়ক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট ট্যুরিস্ট ক্লাব সরকারি নিবন্ধন পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশRead More

বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে রেইনবো ন্যাশন গঠন করবো, এম এ মালিক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ¦ এম এ মালিক বলেছেন, আওয়ামীRead More