Main Menu

শাহজামাল নুরুল হুদাকে অপহরনের প্রতিবাদে সুনামগঞ্জ সড়ক দেড় ঘন্টা অবরোধঃ প্রশাসনের অনুরোধে প্রত্যাহার

সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাওঁ ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজামাল নুরুল হুদা ও তার ম্যানেজার আমিনুল ইসলামকে অপহরনের খবর শুনে ইউনিয়নবাসী গতরাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত কনকনে শীতের রাতে হাজার হাজার জনতা সিলেট সুনামগঞ্জ মহাসড়ক হাউসা এলাকায় প্রতিবাদ জানাতে টায়ার জালিয়ে সড়কে ব্যারিকেড দেয়। প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষোভকারিরা। এতে সড়কের দুপাশের শত শত যানবাহ আটকা পড়ে। তারা শাহজামাল নুরুল হুদাকে মুক্ত করে না দেওয়া পর্যন্ত ঘরে ফিরবেনা বলে দাবি জানায়। ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহমদ একদল পুলিশ নিয়ে হাউসা এলাকায় উত্তেজিত জনতাকে অবরোধ তুলে নেওয়ার আহবান জানান। এদিকে অবরোধের খবর পেয়ে সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানুর ও মোগলগাওঁ ইউপি চেয়ারম্যান মোঃ হিরন মিয়া ঘটনাস্থলে আসেন। জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহমদ উভয় জনপ্রতিনিধিদেরকে সাথে নিয়ে অবরোধকারী জনতাকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। ওসি আশ্বাস দিয়ে বলেন আমরা খবর পেয়েছি শাহজামাল নুরুল হুদা ও তার ম্যানেজারকে দুষ্কৃতদের হাত থেকে ইতোমধ্যে পুলিশ প্রশাসন উদ্বার করেছে। আমাদের কথা সত্য নাহলে পরবর্তীতে আন্দোলনে নামবেন।
এরই প্রেক্ষিতে জনতা অবরোধ প্রতাহার করে ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *