জেএসসিতে সিলেটে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন মেয়েরা। ছেলেদের পাসের হার ৯২ দশমিক ০৩ এবং মেয়েদের পাসের হার ৯৩ দশমিক ৩৬ শতাংশ। মোট ৩ হাজার ৭৭৩ টি জিপিএ-৫ এর মধ্যে মেয়েরা পেয়েছে ২ হাজার ২৩৫টি আর ছেলেরা পেয়েছে ১ হাজার ৫৩৮ টি।
প্রকাশিত ফলাফলে এ বছর সিলেট বোর্ড থেকে অংশ নেওয়া ১ লাখ ৫৩ হাজার ৫৯৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৪২ হাজার ৫৩২ জন। পাসের হার ৯২.৭৯ শতাংশ৷ এরমধ্যে ছেলেরা ৬৫ হাজার ৭৭৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৬০ হাজার ৫৩৪ জন।
মেয়েরা ৮৭ হাজার ৮২৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ৮১ হাজার ৯৯৮ জন পাস করেছেন।
এছাড়া এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৭৩ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬৯৮ জন। এবার জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা গতবারের দ্বিগুনেরও অধিক।
শিক্ষা
Related News

সিলেট জেলা রোভার স্কাউটের নির্বাহী কমিটির সভা
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সিলেটে স্কাউট আন্দোলনকে জোরদার করার মাধ্যমে সমাজের উন্নয়নেRead More

স্মার্ট, প্রযুক্তি নির্ভর এবং ফলাফল ভিত্তিক শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে, সিকৃবি ভিসি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিকীকরণ এবং আধুনিক শিক্ষণ-পদ্ধতির বাস্তবায়নের লক্ষ্যে “অ্যাক্রেডিটেশন প্রসেস, স্মার্টRead More