শফিউল আলম চৈাধুরী নাদেল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মোঃ আলমগীরের অভিনন্দন

স্বচ্ছ রাজনীতির অধিকারী ছাত্রলীগের রাজনীতি দিয়ে যার ওঠে আসা শফিউল আলম চৈাধুরী নাদেল, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগ নেতা ও ওয়ান সিলেট টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মোঃ আলমগীর।
তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, নব্বইয়ের দশকে রাজপথ কাঁপানো তুখোড় ছাত্রনেতা স্বৈরাচার বিরোধী আন্দলোনের অগ্রভাগের থাকা বঙ্গবন্ধুর আদর্শের প্রতীয়মান প্রতীক হয়ে প্রিয় নেতা শফিউল আলম চৌধুরী নাদেল নেতৃত্ব দিয়েছেন। সিলেট জেলা ছাত্রলীগের একাধারে সভাপতি এবং সাধারন সম্পাদক ছিলেন তিনি। জননেত্রীর আস্থা এবং ভরসার প্রতিদান দিয়েছেন সময়ের পরিক্রমায় এবং দলের ক্রান্তিলগ্নে। সিলেট মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ছিলেন,একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে নিজের কৃতিত্বের প্রতিদান স্বরুপ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক। আদর্শের রাজনীতির ক্ষয় নাই প্রমান হলো।
শফিউল আলম চৈাধুরী নাদেল আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেট আওয়ামী লীগ আরোও শক্তিশালী হবে । তার দক্ষ নেতৃত্বে দল আরও সুসংগঠিত সংগঠিত হবে।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সিলেট তার নেতৃত্বে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মোঃ আলমগীর।
তিনি শফিউল আলম চৈাধুরী নাদেলের সুস্থ্যতা কামনা করেন।
Related News

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের র্যালী, সমাবেশ, বৃক্ষরোপন ও ডাস্টবিন স্থাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী ব্যাপক কর্মসূচী পালন করেছে সিলেট জেলাRead More

খাদিমপাড়ায় কর্মী সভায় খন্দকার মুক্তাদির: বিএনপির আগামী দিনের রাষ্ট্রপরিচালনার পরিকল্পনা সবার কাছে পৌছে দিতে হবে
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরRead More