বিমানবন্দরে নেতাকর্মীদের অভিনন্দন ও ভালবাসায় সিক্ত নাদেল

সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থেকে কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক হলেন শফিউল আলম চৌধুরী নাদেল। এ যেন ত্যাগের উজ্জল মহিমা। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের এভাবেই আওয়ামী লীগ মূল্যায়ন করে।
আ.লীগের সাংগঠনিক সম্পাদক হয়ে এই প্রথম সিলেটে আসেন নাদেল। আজ রোববার দুপুর ২টার দিকে সিলেট এম.এ.জি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে নেতাকর্মীদের ঢল নামে। সকাল থেকে প্রিয় নেতাকে অভিনন্দন জানাতে দলে দলে জড়ো হন বিমানবন্দরে। হাতভরা ফুল আর বুকভরা শ্রদ্ধা-ভালবাসা নিয়ে নেতাকর্মীরা অপেক্ষা করছেন অধির আগ্রহে। বিমাবন্দরে পৌছলে নেতাকর্মীরা একে একে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাদের প্রিয় নেতাকে। নেতাকর্মীদের উষ্ণ অভিনন্দনে সিক্ত হন নাদেল।
এসময় আবেগআপ্লুত কন্ঠে তিনি বলেন, আমার আর কিছু পাওয়ার নেই। জীবনেই ভাবিনি নেত্রী আমাকে এতো উঁচুতে তুলবেন। আমি চিরদিন নেত্রীর নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে কাজ করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন,মুহিবুর রহমান মানিক এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান,সাবেক সহসভাপতি আশফাক আহমদ,সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, এড নিজাম উদ্দিন,ফয়জুল আনোয়ার আলাউর,জেলা ও মহানগর আ.লীগের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য সদস্য,সাইফুল আলম রুহেল,এড মাহফুজুর রহমান,এড. রনজিত সরকার,জগদীশ দাস, ডা: আরমান আহমদ শিপলু,জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি,সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ,মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি,সহ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Related News

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের র্যালী, সমাবেশ, বৃক্ষরোপন ও ডাস্টবিন স্থাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী ব্যাপক কর্মসূচী পালন করেছে সিলেট জেলাRead More

খাদিমপাড়ায় কর্মী সভায় খন্দকার মুক্তাদির: বিএনপির আগামী দিনের রাষ্ট্রপরিচালনার পরিকল্পনা সবার কাছে পৌছে দিতে হবে
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরRead More