সিলেট শহরতলীর চাতলে আসছেন মাওলানা মিজানুর রহমান আজহারী

সিলেট সদর উপজেলার ‘প্রোজ্জ্বল ইসলামী যুব সংঘ, মৌলাটিকর’-এর উদ্যোগে ২ দিনব্যাপী ৮ম তাফসীরুল ক্বোরআন মাহফিল-২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে। চাতল বাজার সংলগ্ন মাঠে আগামী ১৬ ও ১৭ জানুয়ারি, বৃহস্পতি ও শুক্রবার প্রতিদিন বেলা ২টা থেকে মধ্যরাত পর্যন্ত মাহফিল চলবে।
এতে বয়ান পেশ করবেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। এছাড়া থাকবেন- মাওলানা আব্দুল মতিন চৌধুরী,শাহবাগী ও হাফিজ মীর্জা মুহাম্মদ ইয়াসীন আরাফাত, ঢাকা।
উক্ত তাফসীরুল ক্বোরআন মাহফিলে সর্বসাধারণের দোয়া , সহযোগিতা এবং বেশি বেশি প্রচার আশা করেন এলাকাবাসী এবং প্রোজ্জলের সদস্যরা। আপনাদের শেয়ার এবং সার্বিক সহযোগিতাই পারে উক্ত মাহফিলকে সফল করতে। মাহফিলে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন- প্রোজ্জ্বল ইসলামী যুব সংঘের নেতৃবৃন্দ।
Related News

দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি, সিলেটে আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ব্যাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে ১৮Read More

কোরআন পরিপূর্ণভাবে না মানলে আল্লাহর শাস্তি অবধারিত : আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান
কোরআনভিত্তিক সমাজ ব্যব্যস্থা গড়তে হলে কোরআন পরিপূর্ণভাবে মানতে হবে নতুবা আল্লাহর শাস্তি অবধারিত বলে মন্তব্যRead More