সদর উপজেলা জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ সম্পপ্ন

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সিলেট সদর উপজেলা আয়োজিত ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে ছাত্র-ছাত্রী ফুটবল, ক্রিকেট, ভলিবল, হকি, বাস্কেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, একশত মিটার দৌড়, দীর্ঘ লাম্প, বর্ষা নিক্ষেপ, দড়ি লাফ, গোলক নিক্ষেপ, লাফ-ধাপ- ঝাপ, চাক্তি নিক্ষেপ, অ্যাথলেটিক্স খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদারের সভাপতিত্বে ও সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসুক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন বাদাঘাট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আহমদ আলী, জহিরিয়া এমইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, রশীদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মূয়ীনুল ইসলাম, টুকেরবাজার হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান খোরাসানী প্রমূখ।
Related News

বিপিএলে দেশী ক্রিকেটারদের ভালো করায় খুশি বরিশালের কোচ
বিপিএলের গ্রুপ পর্ব প্রায় শেষ হতে চলেছে। ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে প্লে অফের দলগুলোও। সেইRead More

জয় দিয়ে সাফ মিশন শুরু করতে চাইছে বাংলাদেশ
গতবছর মেয়েদের সাফে সিনিয়রদের আসরে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার ঢাকার মাঠে বয়সভিত্তিক আসরেও সেই ধারাRead More