৯ম বারের মতো শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি

৯ম বারের মত আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা।
বঙ্গবন্ধু কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (২১শে ডিসেম্বর) আওয়মী লীগের ২১তম সম্মেলনের দ্বিতীয় দিনে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। পরে, এ প্রস্তাব সমর্থন করেন সভাপতির মণ্ডলীর আরেক সদস্য পীযুষ ভট্টাচার্য। এরপর, তা কন্ঠ ভোটে পাস হয়।
শেখ হাসিনা যে ৯ম বারের মতো দলের সভাপতি নির্বাচিত সেটা নিশ্চিত ছিল।
Related News

পদ্মা সেতুর উদ্বোধন: প্রস্তুত প্রধানমন্ত্রীর জনসভাস্থল
বাঙালির গর্বের প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন শনিবার (২৫ জুন)। উদ্বোধন শেষে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজারRead More

সেপ্টেম্বরে শুরু হচ্ছে ঢাকায় পাতাল রেল নির্মাণের কাজ
সেপ্টেম্বর মাসের মধ্যে বাংলাদেশের প্রথম পাতাল রেল নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকায়Read More