কোম্পানীগঞ্জের বর্ণিতে অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

কোম্পানীগঞ্জে মঙ্গলবার রাতে অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার হয়েছে। তারা হচ্ছে- উপজেলার বর্ণি কান্দিবাড়ির গ্রামের মৃত মক্রম আলীর পুত্র ইসলাম উদ্দিন, মৃত ইয়াছিন আলীর পুত্র রফিক, শওকত আলী ওরফে সফাত আলি এর পুত্র হুঁশিয়ার আলী মৃত একরাম আলীর পুত্র ইব্রাহিম আলী। আটক আসামিদের নিকট হতে একটি দেশীয় তৈরি রিভলবার, এক রাউন্ড গুলি ও ধারালো ছুরি উদ্ধার করা হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সজল কুমার কানুর তত্ত্বাবধানে এস আই মোহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা একত্রিত হয়ে যানবাহনে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো তিন/চার জন আসামি পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেফতারে কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার এসআই মোঃ খায়রুল বাশার বাদী হয়ে একটি ডাকাতি মামলা রুজু করেছেন।
প্রসঙ্গত, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বর্ণি এলাকায় প্রায়শ ডাকাতির ঘটনা ঘটে। এ নিয়ে পত্র-পত্রিকায় কয়েক দফা রিপোর্টও প্রকাশিত হয়েছে।
Related News

রাতভর অভিযান, সকালে গ্রেফতার আইভী
অবশেষে গ্রেফতার হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রাতভর অভিযান শেষেRead More

ওসমানীনগরের আব্দুল হাদীর সংবাদ সম্মেলন: তালাকপ্রাপ্তা স্ত্রী ও ইউপি চেয়ারম্যানের হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
ওসমানীনগরের খয়েরপুর গ্রামের ইতালী প্রবাসী মো. আব্দুল হাদী তার তালাকপ্রাপ্ত স্ত্রীর কারণে সামাজিকভাবে হেয় প্রতিপন্নRead More