নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অবিলম্বে বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিন, জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি শায়খ মাওলানা আব্দুল বছির বলেছেন, অথর্ব ও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অবিলম্বে বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিন। নইলে দেশের সার্বিক পরিস্থিতি খারাপের দিকে যাবে। তিনি বলেন ভোট মানুষের গনতান্ত্রিক অধিকার। সে অধিকার হরণ করার চেষ্টা করবেন না। মানুষের অধিকার প্রয়োগের সুযোগ দিন। যদি একতরফা নির্বাচনের চেষ্টা করেন দেশবাসী তা প্রত্যাখ্যান করবে। জমিয়তে উলামায়ে ইসলাম সবসময় শান্তির পথে আছে এবং থাকবে ইনশা আল্লাহ ।
শনিবার (১৮ নভেম্বর) বেলা ২ টায় সিলেট নগরীর বন্দরবাজার দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা দক্ষিণের নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা জমিয়তের বিদায়ী সভাপতি মাওলানা মুশাহিদ দয়ামিরির সভাপতিত্বে ও বিদায়ী সেক্রেটারি মাওলানা আব্দুল মালিক কাসেমির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি মুফতী মুজিবুর রহমান, সহ সভাপতি মাওলানা আব্দুল মালিক কাসেমি, মাওলানা ইয়াহইয়া, নবনির্বাচিত কমিটির সেক্রেটারি মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক কাসেমী, মুফতী শাব্বির আহমদ সাবেক ভাইস চেয়ারম্যান, মাওলানা সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আমিন উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিজ আব্দুস সালাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ, সাহিত্য সম্পাদক মাওলানা মঈনুদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা জামিল আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুন নুর মোস্তফা, পাঠাগার সম্পাদক মাওলানা ইমরান আহমদ খান, যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, সদস্য মাওলানা এমদাদুর রহমান, লিয়াকত আলী মেম্বার, মাওলানা খিজির আহমদ, মাওলানা মাহমুদুর রহমান মিলান প্রমুখ।
Related News
হেলাল চৌধুরী ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন প্রায় এক হাজার মানুষ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামে হেলাল চৌধুরী ফাউন্ডেশন (ইউএসএ)-এর উদ্যোগে সোমবার (২৬Read More
গণভোটের প্রচারণায় সিলেট বেতারের বহিরাঙ্গণ অনুষ্ঠান মঙ্গলবার
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ সাধারণ মানুষের ভোটকেন্দ্রে গমন, ভোট প্রদানRead More

