Main Menu

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরীর দাফন সম্পন্ন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সোমবার বাদ আসর বিকেল ৫টা ৩ মিনিটে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব মাওলানা মো. রুহুল আমীন এতে ইমামতি করেন।

এদিকে সোমবার বিকেলে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য সদ্য প্রয়াত সাজেদা চৌধুরীর কফিন আনা হয়।

এর আগে বেলা ১১টায় নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের নগরকান্দার এম এন (মহেন্দ্র নারায়ণ) একাডেমি মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন নগরকান্দা মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষক ইসমাতুল্লাহ কাসেমী।

প্রসঙ্গত, সৈয়দা সাজেদা চৌধুরী গতকাল রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত সমস্যা নিয়ে তিনি কয়েকদিন আগে সিএমএইচে ভর্তি হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *