আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরীর দাফন সম্পন্ন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সোমবার বাদ আসর বিকেল ৫টা ৩ মিনিটে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব মাওলানা মো. রুহুল আমীন এতে ইমামতি করেন।
এদিকে সোমবার বিকেলে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য সদ্য প্রয়াত সাজেদা চৌধুরীর কফিন আনা হয়।
এর আগে বেলা ১১টায় নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের নগরকান্দার এম এন (মহেন্দ্র নারায়ণ) একাডেমি মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন নগরকান্দা মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষক ইসমাতুল্লাহ কাসেমী।
প্রসঙ্গত, সৈয়দা সাজেদা চৌধুরী গতকাল রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত সমস্যা নিয়ে তিনি কয়েকদিন আগে সিএমএইচে ভর্তি হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর।
Related News

দক্ষিণ সুরমা খালপার গ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর খুনিরা দেশটাকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল… আনোয়ারুজ্জামান চৌধুরী
সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখRead More

জাতীয় শোক দিবসে শা.বি. প্রবি গেইট আওয়ামীলীগ ও যুবলীগের দোয়া মাহফিল
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে শা.বি প্রবি গেইট আওয়ামীলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে দিনব্যাপী বঙ্গবন্ধুরRead More