বিপুল উৎসাহে সার্বজনীন জন্মাষ্টমী উৎসব শুরু, নগরপরিক্রমা শুক্রবার
সনাতন ধর্মের প্রাণপুরুষ পার্থ সারথি ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগষ্ট) সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট এর আয়োজনে মনিপুরী রাজবাড়ী শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী বাবার মন্দির ও আশ্রমে অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৯ আগস্ট) নগরপরিক্রমা সকাল নয়টায় বের হবে এবং নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিন করবে।
দুইদিন ব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে প্রথমদিন ১৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৮ টায় সমবেত উপাসনা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সকাল ১০ টায় সমবেত গীতা পাঠ, দুপুর ২ টায় শিশু কিশোদের গীতা পাঠ প্রতিযোগিতা, বিকাল ৪ টায় শিশু কিশোদের একক চিত্রাংকন প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৫টায় শিশু কিশোদের একক কীর্তন প্রতিযোগিতা, রাত ৮ টায় লোকনাথ ভক্তবৃন্দ পরিষদের সমবেত উপাসনা অনুষ্ঠিত হয়।
উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে বর্ণাঢ্য নগর পরিক্রমায়।সকাল ৯ টায় পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি সহ সুসজ্জিত হয়ে মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ী মাঠে জমায়েত হয়ে মির্জাজাঙ্গাল প্রধান সড়ক হয়ে নগর পরিক্রমা জিন্দাবাজার, রামকৃষ্ণ মিশন পয়েন্ট হয়ে বন্দরবাজার, তালতলা হয়ে পুনরায় মনিপুরী রাজবাড়ী এসে শেষ হবে। সকাল ১১টায় ধর্মসভা,বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও গুণীজন সন্মাননা অনুষ্ঠিত হবে। দুপুর ১ ঘঠিকা হইতে মহাপ্রসাদ বিতরণ।রাত সাড়ে ৮টায় সিলেটের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় ও পরিচালনায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, সাংস্কৃতিকপর্বে রয়েছে নৃত্যানুষ্টান।রাত ১২ টা ১ মিনিটে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অনুষ্ঠিত হবে।
সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট এর আহবায়ক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য ও সদস্য সচিব জগদীশ চন্দ্র দাস এক বিবৃতিতে জন্মাষ্টমী উৎসবে সকলের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন এবং সিলেট বাসি কে জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন।
Related News
সদর উপজেলা মডেল মসজিদের কাজের উদ্বোধন
সিলেট সদর উপজেলা মডেল মসজিদের কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোব্বার (২৬ মে) দুপুরে কাজের উদ্বোধনRead More
আদর্শ নুরানী কিন্ডারগার্টেন মাদরাসার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিলেট দরগাহ মহল্লা পায়রা এলাকায় অবস্থিত ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বিত দ্বীনি বিদ্যাপীঠ আদর্শ নুরানীRead More