ইসলামের অনুসরণের মধ্যেই মুমিনের জীবনের সফলতা নিহিত : কাবা শরীফের ইমাম ড. আব্দুল হাফিজ মক্কি
মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ থেকে: কাবা শরীফের ইমাম ড. শায়খ উমর আব্দুল হাফিজ মক্কি বলেছেন, ইসলাম ৫টি বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত। আর রাসুল (সাঃ) প্রদর্শিত দ্বীন ইসলামের প্রতিটি বিধান অনুসরণের মধ্যেই রয়েছে একজন মুমিনের জীবনের সফলতা। আখেরাতে প্রত্যেক মানুষকেই ৫টি প্রশ্নের সম্মুখীন হতে হবে। যারাই এ প্রশ্নের সঠিক জবাব দিতে সক্ষম হবে, তাদেরই দুনিয়া ও আখিরাতের জীবন সফলকাম। নবী করিম (সাঃ) এর পদাঙ্ক অনুসরণ করে সাহাবায়ে কেরাম তাদের জীবন উৎসর্গ করেছেন।
গতকাল শুক্রবার পূর্ব সিলেটের অন্যতম বৃহৎ ও প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠান ঢাকাউত্তর মোহাম্মদপুর জামেয়া দ্বীনিয়া আসআদুল উলূম রামধা মাদ্রাসার ৬ যুগপূর্তি ও ৩২ সালা দস্তারবন্দী মহাসম্মেলন স্থলে জু’মআর নামাজের খুতবায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ২ দিনব্যাপী মহাসম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউসুফ আহমদ খাদিমানী। গতকাল অনুষ্ঠিত ৪টি অধিবেশনে বিভিন্ন সময়ে সভাপতিত্ব করেন সদরে এদারা আল্লামা শায়খ জিয়া উদ্দিন, শায়খুল হাদীস মুফতী আউলিয়া হুসাইন, আল্লামা মুকাদ্দছ আলী, হাফিজ মাওলানা মুহসিন আহমদ, আল্লামা ইউসুফ শ্যামপুরী।
বক্তব্য রাখেন, শায়খুল হাদীস মাওলানা নুরুল ইসলাম খান, শায়খুল হাদীস মুফতি মুজিবুর রহমান, মুফতি আবুল হাসান, শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী, ড. মাওলানা নুরুল অবসার আযহারী, ড. মাওলানা হাফিজ গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা আব্দুল বাছিত খান, মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ ক্বাসিমী।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত দস্তারবন্দী মহাসম্মেলনে বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের আলেমগণ অংশগ্রহণ করছেন। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী শায়খুল হাদীস মাওলানা আজিজুর রহমান, আলীনগর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মাওলানা আব্দুল আহাদ, আলীনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী প্রমুখ।
দস্তারবন্দী সম্মেলনে ৫ শতাধিক টাইটেল সম্পন্নকারী শিক্ষার্থীকে সম্মাননা দস্তার ও দুই শতাধিক হুফ্ফাজের মধ্যে দস্তার বিতরণ করা হয়। এদিকে, সম্মেলন উপলক্ষে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়েছে। আজ শনিবার সম্মেলনের শেষ দিন বাদ মাগরিব বয়ান পেশ করবেন ইমামুল হারামাইন ড. শায়খ উমর আব্দুল হাফিজ মক্কি, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা ফয়জুল হক আব্দুল আজিজ, সাবেক সংসদ সদস্য মাওলানা শাহিনুর পাশা চৌধুরী প্রমুখ।
Related News
জালালপুরে আলহাজ্ব সুরুজ আলী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রায়খাইল গ্রামে আলহাজ্ব সুরুজ আলী চৌধুরী ফাউন্ডেশনেরRead More
আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমানের জনসভা সফলের লক্ষে জেলা মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা
২২ জানুয়ারি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমানের জনসভা সফলের লক্ষে জেলা মৎস্যজীবী দলেরRead More

